প্রিয়তমা,
আজ থেকে বহুযুগ পর আমি আবার জন্ম নেবো,
এই শহরের কোনো এক গলির মোড়ে ঠাঁই দাঁড়িয়ে থাকবো ।
অনন্ত প্রতীক্ষা কাটিয়ে হয়তো একদিন দেখা হবে,
চোখে পাওয়ারের চশমা, চুল গুলো তখন কাঁধ ছোবে ।
আমার হাতে তখন এক থোকা সূর্যমুখী,
হয়তো বহু বসন্ত পর হবো আমরা আবারও সুখী ।
এ জনমে আমাদের ভালোবাসা থেকে গেল অর্ধ,
তোমার চোখের দিকে একপলক তাকিয়ে সেইদিন আমি ছোঁব স্বর্গ ।
রাত জেগে আমি আবার তোমার ছবি আঁকবো, ভালোবাসার রং তুলি দিয়ে,
আবারও হাজার কবিতা লিখে যাবো স্মৃতি মেদুর বিকেল দুপুরে ।
আমি তখন তোমায় আমার দেওয়া ডাক নামে ডাকবো,
এজনমে হয়তো হলোনা, পরের জনমে আমি তোমার প্রথম প্রেমিক হবো ।
তুমি আমার সামনে দিয়ে আসবে, পথ ছোঁবে তোমার লাল শাড়ির সোনালী আঁচল,
সেইদিন তোমার ঐ হরিণী চোখে পরে এসো একটানা কাজল ।
ওইদিন না হয় ভিজে যাক আমার দুটি চোখ,
ধুয়ে যাক প্রেমহীনতার সমস্ত শোক  ।
আচ্ছা,
      আমাদের আবার জন্ম হবে তো ??
      তোমার সঙ্গে আমার দেখা হবে তো ??
      আমি তোমার প্রথম প্রেমিক হতে পারবো তো ??!!!!