মঞ্চ বানাবি বানা, কে করছে মানা?
ইচ্ছে মতো মহড়া দে, যেথায় খুশি হানা।
তাই বলে কি
মঞ্চের নামে মুক্তিযুদ্ধ? করবি অবমাননা!
বীর বাঙালি মানব না আর
এই অপমান সইব না।
মুক্তি যুদ্ধ বুঝিস তোরা?
অর্থ আছে জানা?
জেনে রাখ্ সব গর্দভের দল
জেনে রাখ্ তালকানা,
মুক্তিযুদ্ধ চেতনা মোর, রক্ত দিয়ে আনা।
লেবাস তোদের রাজনীতি আর
কথার মাঝে ভণ্ডামি,
গায়ের জোরে আর কতদিন?
করবি এসব গুন্ডামি।
সাবধান বলি কুলাঙ্গার সব, দাঁড়াবি না ঐ মঞ্চে
চামড়া তুলে উঠিয়ে দিব, পাক হায়েনার লঞ্চে।