হাত বাড়ায়ে ডাক বনা আর
মন দিয়ে তায় ছোব,
সুখ গুলো মোর জমানো তার
দুঃখ নিয়েই রব।


পথ হারায়ে খুঁজ বনা আর
অচিন পুরে যাব,
মরুর বুকে তপ্ত বায়ে
ঘর বানিয়ে রব।


বিষাদের ঐ অবসাদে
ক্লান্ত যেদিন হব,
দূর আকাশে মেঘের কাছে
মনের কথা কব।।