সেদিনও মেঘ ছিল,চারিদিক অন্ধকার
     মধ্যদুপুর ব্যস্ত স্টেশন-
    এক উস্কভুস্ক যুবকের পায়চারী
         কার যেন নীল শাড়ি পরে,কথা ছিল আসার ।


সিগনাল মাস্টার সবুজ সংকেত উঁচিয়ে দেয়
      আরেকটা ট্রেন চলে গেল-
  মানুষের ভীড় কমে আসে
          শুধু একটি যুবক একই জায়গায় থেকে যায় ।


বাদামওয়ালা খুচরো টাকা গোনায় ব্যস্ত
     যুবক কখন বাদাম চেয়েছিল-
         খেয়াল করেনি সে
        হয়তো তার উপরে সংসারের দায় সমস্ত ।


পরের ট্রেনের সময় হয়ে আসে
      আবারো জনতার ভীড় বাড়তে থাকে-
     হকারদের চিৎকার জোড়াল হয়
           একজোড়া চোখ শুধু নীল শাড়ি খুঁজতে থাকে ।


জনতার মাঝে মানুষটি আসে না
       সকালে আনা কদম জোড়া-
    সময়ের ব্যাবধানে নুইয়ে আসে
              বিকেল গড়ায়-ফিকে হয় সম্ভাবনা ।


ফুল জোড়া পরাজিত হয় সন্ধের ক্ষণে
       সারাদিনের ক্লান্ত ফুল-
   কারো কোমল হাতের স্পর্শ ব্যাতিত
                         পতিত হয় ডাস্টবিনে ।


অপেক্ষার পালা শেষে যুবক ঘরে ফেরে
          সে কি আবার যাবে ?
    হয়তো যাবে সেই ষ্টেশনে-এক জোড়া কদম নিয়ে
                    আবার যেদিন মেঘ করবে ...।।