ঘুম না আসুক,
ঘুমের বদলে স্বপ্ন আসুক,
বেঁচে থাকার স্বপ্ন বেঁচে যাওয়ার স্বপ্ন।
যেমন ছিলো পূর্বের সব বাস্তব আর জীবিত,
ফিরে আসুক প্রাণ ফিরে পাক, ব্যস্ত হোক সবাই,
থেমে থাকা বন্দী সময়টা পাক ছুটি পাক,
সব ফিরে আসুক সব, যা ভালোর তরে।
শুধু ফেলে আসুক হিংসা বিদ্বেষ হানাহানি,
আর ওই ধর্মের নোংরা রাজনীতি ।
বেঁচে যাক প্রতিটা মানুষ কালো সাদা লম্বা বেঁটে সব,
শ্রেষ্ঠ হিসেবে দাবির তরে কেউ এসে যেন না দাঁড়ায়,
ভয়ের বুকেতে ধর্ম মাঝে কেউ না যেন প্রাণ হারায়।
সবাই থাক সবার তরে কালো সাদার বাহুডোরে,
রাত টা যেমন দিনের তরে ভারসাম্যতে যায়,
পৃথিবী পাক বেঁচে থাকার নতুন অন্তরায়।
তাই ঘুম না আসুক,
স্বপ্ন আসুক বেঁচে থাকার স্বপ্ন বেঁচে যাওয়ার স্বপ্ন।।।