যেদিন তুমি প্রথম ধরেছিলে আমার হাত,
পুরো আকাশটা ছিলো আমার সাথে,
পায়ের নিচে ছিলো নরম ঘাস।
মনের মধ্যে ছিলো কত প্রতিশ্রতি,
মেঘ, ঝড়, জল, ভালোবাসা, রোদ, বৃষ্টি।
হারিয়ে যাওয়া মনটি যখন সীমানা ছাড়ায়,
আমি তখন ঘাসফুল দেখেছিলাম,
তোমার চোখের তারায়।


আজ চারিদিকে রুক্ষতা,
কাটা ঘা থেকে ঝরে পড়ে রক্ত,
তার থেকে হিংসার বিষ ছড়ায়।
মৃত্যুর আগে অনেক মৃত্যু,
বিশ্বাসের মৃত্যু, ভালবাসার মৃত্যু, প্রতিশ্রতির  মৃত্যু,
এতো মৃত্যু তো দেখিনি তখন,
তোমার চোখের তারায়।