যুগ বদলায় বদলায় পৃথিবীর রূপ
আমি একা পড়ে আছি নিশ্চল নিশ্চুপ।
দেখেছি যে আমি ফুটপাতে
ক্ষুধার অন্ন ওরা কেমনে রাঁধে!
ইটের পরে হাঁড়ি ধোঁয়া আর জলে
মিশে কাদামাটি যায় বিফলে
চলছে যখন গাড়ী ।
নিদ্রা মাঝে প্রহার   আহার মাঝে বৃষ্টি
ফুতপাতেতেই জীবন মরণ
আবার নতুন সৃষ্টি !
কত দিন কত রাত কত লোক জনে
আনাগোনা হয় কত হিসাব কেবা জানে
ভিক্ষের ঝুলি হতে ভাগের দাঁও
চিরকাল নিল শুধু  বলে এটা ফাউ!
চুরি যায় দুধশিশু হা হা কার দিন দুই
তার পর চুপচাপ –ছিল যাহা তাই আছে
হাসি কান্নার মাঝে


জীবনে মরণে রাত্রি দিন
নিয়েছি শুধু পিছু .....
বাহাত্তরে ভূমিষ্ট দাঙ্গার শিশু
ছন্নছাড়া (সেই আমি ) এ যুগের যীশু !