অনেকটা পথ হেঁটেছি
ওঠা পড়ায় মায়ের কাছে ।
অনেকটা পথ পেরিয়ে
দুষ্টু কিশোর মাঠেঘাটে;
অনেকটা দিন নদীর ধারে,
বাদার পাশে মাচার পরে
স্কুল পালিয়ে ছুটেছি..... দুরন্তপনার
সীমানা পেরিয়ে অনেকটা বছর!
অনেকটা পথ হেঁটেছি একা একা,
অনেকটা পথ তোমার সঙ্গে
অনেকটা পথ মিছিলে-
ট্রেড ইউনিয়নের সংগ্রামী সাথীদের মাঝে
কলকাতার ফুতপাতে ।
অনেকটা সময় যন্ত্রের মাঝে যান্ত্রিকতা নিয়ে-
..........................
শেষে ক্লান্ত বিকেলে আমাকে দিলে
সমাজের দায়ভার;
আজ আমি সমাজ গড়ার কারিগর!
ক্রমশ----