আমি বুঝিনা ভালোবাসা কাকে বলে
কাকে বলে প্রেম বুঝিনা তাও
তোমাকে ভালোবাসি কিনা এ প্রশ্নের মুখোমুখি হ’লে
খেই হারায়, হারিয়ে ফেলি কথা ।
ভাষার অভাবে বিবর্ণ হয় আমার রূপ,
ক্রোধে রঙিন হয়ে ওঠো তুমি ;
সকলের প্রতি আমার অফুরন্ত ভালোবাসার মাঝে
তুমি যে ঠিক কোথায়, তুমি হাঁতড়ে বেড়াও,
আমি অবাক হয়ে দেখি।
মনের মধ্যে এত মানুষের ভিড়ে আমি যে
শুধুই তোমার, এ কথা বলতে পারিনা ;
কত স্পষ্ট অস্পষ্ট মানুষের ছায়ায় অনুভব করি টান ,
তীব্র আকর্ষণ; কেঁপে উঠি উত্তেজনায়।
সাজানো মোড়কে মেলে ধরি নিজেকে,
তরঙ্গের মতো খেলি; রঙিন প্রজাপতির মতো উড়ি,
শুষে নিই ঘ্রাণ, পাই মধুর আস্বাদ ।
ভালবাসা কাকে বলে আমি বুঝিনা,
বুঝিনা আমি প্রেম কাকে বলে-
এসব শুনে দিকভ্রান্ত হয়ে ঘোরো তুমি,
আমি অবাক হয়ে দেখি ।
তোমার কাছে যেতে গেলে আমার-
সাজানো মোড়ক লাগেনা, লাগেনা প্রয়োজনের অছিলা;
অপ্রয়োজনটাই সবচেয়ে বড় টান।
তোমার উষ্ণ স্পর্শ, তোমার ঘর্মাক্ত শরীরের ঘ্রাণ,
তোমার আবেগ, ভয় , রাগ, তোমার উগ্রতা,
সবার অদেখা, অজানা, লুকোনো এক কুৎসিত তুমি
এই আমার ভালোলাগা ।
আমি সত্যি বুঝিনা সাজিয়ে গুছিয়ে
কাকে বলে ভালবাসা, প্রেম বলে কাকে;
আমি শুধু বুঝি তুমি আমার দিনের শেষের কোল,
আমার বেলাশেষের আশ্রয়,
তুমিই আমার একাকিত্বের বাড়ানো দুটো হাত;
এটুকুই আমি বুঝি..
এই আমার ভালোবাসা, এই আমার প্রেম I


© অবন্তিকা সরকার, ২০১৫ (২২শে সেপ্টেম্বর, ২০১৫)