যারা মাটির তলায় চাপা প’ড়ে আছে
তারা এসেছিল একদিন।
মৌনতায় বিলিয়েছিল কত না-বলা কথা
প্রতিটি পদক্ষেপে ছুঁয়েছিল পর্বতের শিখর থেকে ভূমিগর্ভ
ভূমিগর্ভ থেকে সাগরের অন্তস্থল;
তারা এসেছিল, চেয়ে দেখেছিল একদিন।
ঘুরে ফিরেছিল মরুপ্রান্তর, ছুটেছিল মরীচিকার মায়ায়,
ঝরিয়েছিল রংবেরঙের কত না চোখের জল;
তারা আছে, আজো আছে
শুধুই মাটির তলায় চাপা প’ড়ে নয়
প্রতিটি বনলতার শিকড়ে শিকড়ে,
সবুজ ঘাসে, গুল্মলতায়
পথপ্রান্তের উপচে পড়া চামেলী হাস্নুহানা হয়ে।


©অবন্তিকা সরকার, ২০১৫