চুরুলিয়া কিংবা ত্রিশাল
হাজার যুগেও ধন্য
ধন্য সারা দেশ,
প্রতিবাদীর রনসঙ্গীত
স্বাধীন বাংলাদেশ।
বাঁধন হারা পাগল পারা
বুকে অভিমান,
বৃটিশ যুগের অবসানে
কতশত গান।
শিশু কিশোর সবার তরে
লিখেছেন কত ছড়া,
রুটির দোকানে শিশু শ্রমী
ধর্মে পাগলপারা।
লেটো গানে সুকৌশলী
ছন্দ ছড়া মুক্ত,
নতুন নতুন কথা সুর
করেছেন তাতে যুক্ত।
বুক ভরা দেশপ্রেম
সৈনিক অস্ত্রহাতে,
যুদ্ধ করে কলম দিয়ে
বৃটিশ সেনার সাথে।
লেখার তরে কারাবরণ
থামেনি তবুও লেখা,
বিদ্রোহী কবির কবিতায়
যায় তার ছবি দেখা।
ঝাঁকড়া চুলের প্রেমিক পুরুষ
কাজী নজরুল ইসলাম,
সাহিত্যকাশে সুরের ভূবনে
আলোকিত এক নাম।