ক্লান্তি মেখেছে চোখের কোটর
অনিমেখ প্রগাঢ় কেনো দৃষ্টি?
নিশ্চল নয় কিছু, তবে নিষ্প্রাণ কেনো সব!
কিছুই হয়নি, কিছু হয় না যদি কুয়াশায় ছেয়ে যায় শহর;
শীতের বিকেল চাঁদর জড়িয়ে হাঁটো নিরুদ্দেশ।


তোমার ভেতরের আকাশগঙ্গা হয়ত তখন
প্রবল উল্কাপাতের প্রতিযোগীতায় মত্ত,
অবলীলায় নিজেকে ভেবে বসতে পারো ভাগ্যবিধাতা!
নিমীলিত বোধ জাগবে ক্ষণিক পরেই শুষ্ক বাতাসে;
পরিচিত পথ আর অভ্যস্ত চলাচল হয়ে আসবে গোলকধাঁধা।


কিছু সংবিগ্ন থাকুক হৃদয়, অন্তর্ন্দ্বন্দ্ব জড়ো হবে আখর;
কলমের ডগায় আনবে প্লাবন!