বাস্তবতা বোঝা খুব বেশি কঠিন নয়,
আসলে আমরা সহজে সহজ বুঝি না!
বোঝে এই কাঠফাটা রোদে জিভ বের করে
ধুঁকতে থাকা ওই ক্লান্ত কুকুরটা;
যে কিছুক্ষণ আগে তৃষ্ণা মেটাতে চেটে খেয়েছে,
এক রিকশাওয়ালার কপাল বেয়ে মাটিতে পড়া ঘাম।


আমরা সহজে সহজ বুঝি না,
তাইতো বৃক্ষ কেটে বই বানাই-
আর পড়তে থাকি বৈশ্বিক উষ্ণায়নের পাঠ;
সেই বিদ্যে সকল উজার করি বন বানিয়ে মাঠ।
আসলে বাস্তবতা বোঝা খুব বেশি কঠিন নয়,
বৃক্ষ আর বোধ দুটোই কাটা পড়েছে বোধহয়!