ভালোবাসি, অদ্ভুত এক শব্দ-
বললেই মানুষগুলো হাওয়া!


অথচ আরও কাছে আসার কথা ছিলো!
কত কথা বাকি থাকে, কতটা দেবার-
কতটা পাবার বাকি থাকে তাদের কাছে।


তাই এখন ভালোবাসি বলতেও বড্ড ভয় হয়,
বরং নিজের মাঝেই খুব করে ভালোবাসা জমাই;
বোবা হয়ে সে কথা বলতে না পারার দুঃখ কমাই।
তবু কোনোদিন তার কপালের কালো টিপ যদি কথা কয়,
সে জানুক, আমার না বলা কথাগুলো ওখানেই জমা রয়!