শোনো প্রিয়তমা,
এই নষ্ট শহরে কালির দোয়াত শুকিয়ে গেছে,
লাল-নীল-খয়েরি খামের দিন কবেই হয়েছে শেষ।
পথ চেয়ে বসে থাকা উন্মুখ দৃষ্টি হারিয়েছে অন্তর্জালে,
প্রতীক্ষা শেষে অভিমানের আজ নেই কোনো রেশ।
তবুও এই শহরে প্রতি শীতে কুয়াশা নামে,
শিশিরে ভিজে ওঠে সেই শুকনো কালি;
আর একটি করে চিঠি জমা হয় নীল খামে,
তবে ঠিকানার জায়গাটা আজও খালি।