মানুষ অজস্র জন্ম ধরে মানুষ হতে পারেনি,
জীর্ণ কঙ্কালের বসতভূমি আজও ছাড়েনি।
এখানেই শায়িত পথ, সিঁথির সতো সরু;
দিনের পর দিন চলে যায়, কুয়াশার আবরু-
একটুও কি হয় নি ফিকে? ওই সুউচ্চ বৃক্ষটিকে-
গ্রাসে উদ্যত হয় কালো হাত, কালের আর্তনাদ-
শুনেছে কি বধির প্রাণ, বহ্নিশিখা মিয়ম্রান;
তবু প্রশ্ন কখনও ওঠেনি, সংখ্যা তো বেড়েছে,
কেনো মানুষ বাড়েনি!