গড়িব ঘরের ছেলে আমি
মাঠে করি কাজ।
আমি তো কৃষকের ছেলে,
এ পরিচয় দিতে করি না লাজ।
বাবার হার ভাঙ্গা পরিশ্রমে,
সারা দিনে দুবেলা খাবার মিলে।
সবসময় মুখে হাসি থাকে,
যদিও মোদের অন্তর যায় জ্বলে।
অল্প বয়সে ছাড়লম স্কুল যাওয়া
পরিবারের মুখে ফোটাতে হাসি,
সারাদিন পরিশ্রম করে
অল্প কিছু উপার্জন করি।
স্বপ্ন যে আমার অনেক দামি,
মাঝে মাঝে সময় পেলে
করি একটু লিখালিখি।
আমার বয়সের ছেলেরা স্কুল যাওয়ার জন্য
বাবা-মার কাছে পাতে হাত,
আমি কিন্তু পাতিনা হাত
কারণ আমি আমার বাবা-মার স্বপ্নের এক ছাদ।
মাঝে মাঝে খুব খারাপ লাগে
মানুষ যখন বলে,
"ভিখারি আবার লিখালিখি করে"
সর্বদা আমি পরিশ্রম করি
কারণ, বাবা-মার মুখে ফোটাতে হবে হাসি।
সফলতা ছুবে একদিন আমাকে
সেদিন কাজ করতে দিবনা আর বাবাকে।
মায়ের মুখে ফোটাবো হাসি
হবো যে মস্ত বড় এক কবি।