তব এই ধরণীর বুকে
রক্ত-মাংসের পিঞ্জর বিহীন কাঠামো,
শুণ্য সেই হৃদয়
ব্যাথা দিয়ে ফুলসজ্জা সাজাবো।
সবার চোখে নিম্ন আমার ব্যাখ্যা
আমার গল্পে আমি শ্রেষ্ঠ, আমি সেরা
তুমি আমার ক্ষণিকের সঙ্গি
তোমার জন্য নই আমি আকাক্ষী
অন্যের কথায় কর্ণপাত তব নাহি করি
সবার তিতিক্ষার আমি-ই বড় সঙ্গী
করবো না মৃত্যু বরণ
আমার স্বপ্ন বৃক্ষ রেখে,
যতই অন্যেরা আমাকে
হেসে দেক উড়িয়ে।
তুমি আমার দুঃস্বপ্ন, স্পষ্ট আমি জানি
তোমার ইচ্ছে তাই তোমায় পাশে ভাবি
দাও আমায় ধিক্কার, দাও আমায় লাঞ্চনা
এই সকল কিছু আমার অনুভুতিতে লাগেনা
স্বপ্ন করতে হবে স্পর্শ
যদিও হয়ে যাই অনুভূতি শুণ্য,
যতই দেখি দুঃস্বপ্ন
দিন শেষে আমার জন্য আমি-ই ধন্য