মিষ্টি বাতাস কুহেলী গায়
সময় চলে যায়
জোয়ার ভাটার এই ভাটির দেশে
এখনো তোমায় আমি ভালোবাসি।
হয়ত কোনদিন জানবে না
বুঝতেও হয়ত পারবে না
আমার এই ভালোবাসা
তবুও আমি তোমায় ভালোবাসি।
শরতের কাশফুল বৈশাখের কৃষ্ণচূড়া সবই ঝরে যাবে
তবুও আমি তোমাকেই ভালোবাসি।
সাদা-কালো আলো আধারী
এই ভূবণ মাঝে সবই তোমার চেনা,
তবুও কেন আমায় বলোনি ভালোবাস।
না বলা কথায় যদি না বোঝ
তবে কেমনে আশাই স্বপ্ন বুনি।
চোরা বালির এই ভাটির দেশে
হেঁটে চলেছি আজ আমি দ্বিগবিদিক হয়ে
গতিহীন মানুষ আমি,
স্বপ্ন দেখি তোমায় পাওয়ার
পাবোনা জানি
তবুও বলছি ভালোবাসি।