ইচ্ছে ছিল নীল জ্যোৎস্না ই পরী তোমায় দেখব
আশায় ছিলাম বেশ খানিকটা সময় কিন্তু দেখা তো হয়নি
তাই হয়ত তুমি এখনো অচেনাই রয়ে গেলে।
জানোনা কত খুজেছি তোমাই বৃষ্টি ভেজা আমার আকাশটাতে
তুমিতো মেঘে ঢাকা থাক্তেই বেশি চাইতে ।
যাহোক তোমাকে বেশি কথা শুনাব না আজ
তাছাড়া তোমার সময় কোথায় ।
সামনে থেকে কখনো দেখি নি পরী তোমায়
তাইতো যখন যেই রংয়ে চাই তেমনি দেখি
কখনোই তোমায় সুন্দরী বলব না, যেটা তুমি কোনদিন শুনতেও চাও নি।
আচ্ছা, শুনছ
ওও, তোমায় তো প্রশ্ন করাও বৃথা উত্তর সেতো তুমি দেবে না জানি।
তবুও বলি , তোমার কি হাসতে বারন ছিল সেদিন?
কেন যে তুমি আমায় এত ফাকি দাও সেটা তোমার ও অজানা
আজো তোমার বাগানের পাশেই দাড় করিয়ে রেখে ফেরত পাঠালে
অভিযোগ সেটা আমি করতে পারিনা কেন সে তোমার জানা।
তোমাকে পাঠাব বলে একটা চিঠি লিখেছিলাম
ঠিকানার জন্যে পোষ্ট করা হয়নি ।
থাকবে কি তুমি শুধু আমার কল্পনার পৃথীবিতেই
যদি পারো এসো একবার আমার এই খোলা আকাশে
দেখব পরান ভরে।
অপেক্ষাই রইলাম.............