পূর্ণিমা ভরা এক নির্ঘুম আকাশ
তার সাথেই আমার যত মিতালী
গল্পে মেতে উঠলে মনে হয় যেন
হেমলক পান করলেও দুচোখে ঘুম নামবে না।
এমনি এক রাত হঠাৎ
কানের কাছে কেউ যেন মিষ্টি সুরে বলছে
তুমি কী আমার মিতা হবে?
দুচোখ যেন বুজে আসতে চাইছে
তখন, স্বপ্ন আমায় আকড়ে ধরতে চাই।
কোথায় যেন ভেসে চলেছি
সে যে বড়ই সুখের।
মাতাল হাওয়া আমায় উড়িয়ে নিয়ে চলছে
এক অথৈই সাগর মাঝে।
পায়নি ততক্ষণেও তোমার দেখা
স্রোতের তলানি থমকে গেছে।
চারদিকে ঝিঁ ঝিঁ পোঁকারা গান গাইছে
যেন ভালোবাসার পরশ ছরিয়ে দিচ্ছে।
কখন যে স্বপ্নরা আমায় ঘিরে ধরেছিল জানিনা,
চোখ মেলে দেখি এ যে
প্রভাত ফেরীর গান।