সময়ঘুড়ির সাথেই উড়ে গেছে আমার মনের যত স্বপ্ন।
আমার প্রেম, আমার সুখ, আমার কান্না, আমার প্রত্যাশা কিছুই
তোমাকে ঝাঁকিয়ে দেয়নি তোমার ভূবণ থেকে।
তুমি যে নির্বাক, তোমার নেই বলার কিছুই যেন।
তুমিই চলে গেছ আমি কিন্তু পালায়নি
যদি কখনো ফিরে আসো, তবে
মুখোমুখি হবো আমি আর আমার যৌবনের প্রেম।
একা একা পথ চলে, মনে মনে কথা বলে
রাতের শেষে ভোরের কোলাহলে মিশে
আমি তোমাকেই খুঁজে ফিরি।
চলেছি আমি একা একাই তোমাকে ছাড়া,
ঘুম নেই জাগরণেই আমার স্বপ্ন বুনা
তোমাকে ভেবেই দিনকাটানো।
ঝড় ভেজা মাঝ রাতে তোমার ভয়,
মায়ের আঁচলে তোমার হাত রাখা
সেই শৈশব, আমাদের এক সাথে বেড়ে উঠা।
তারপর একে একে হাজার মানুষের ভিড়ে মিশে যাওয়া
সব সৃতিই আমাকে তাড়িয়ে বেড়ায়
যেন একা চলা একলা মন সবই আমার সঙ্গী।
আমার মাথায় পৃথিবী ভেঙ্গে পড়লে,
তারপরে কি তুমি বলতে পারবে
আমি তোমার কে?