ভালোলাগা যদি ভালোবাসা না হয়
তবে কিসে তুমি বুঝবে ভালোবাসা।
স্টেশনের শেষ ট্রেনটা আসা পর্যন্ত ও
আমি অপেক্ষায় ছিলাম তুমি
তবুও বলেছ আমার তোমায় শুধু ভালোলাগে।


বেলী ফুলের মালা ভালোবাসো তুমি
সেই মালা শুকিয়ে ছিল আমার হাতে।
সুবাস কিন্ত ছিল ততদিনেও
সে তুমি বুঝবে না।


পূর্নিমা রাত শেষে অমাবস্যা নামিয়ে দিলে তুমি
আমার অপেক্ষা কিন্তু ফুরোয় নি।


বাঁশি বাজায় না আর নির্জনে
আমাদের সেই চিরচেনা পথে।


ভেবোনা আমি নিজেকে গুটিয়ে নিয়েছি
বরং শুধরে নিচ্ছি, যেমনটা চেয়েছিলে।
গ্রামে তোমার দেখা সবচেয়ে বোকা
আর আমি নেই, শুনছ কি তুমি?


তোমার মতো গড়গড় করে ইংরেজি
বলতে শিখেছি আমি।
এখন সবাই বলে আমি নাকি দেখতে
অনেক সুন্দর হয়েছি।


কিন্তু, তুমিতো জানো আমি কী?
কী চাই ? কী চেয়েছিলাম ?