কুর্মিটোলা থেকে নিমতলী,
কিংবা বনানী,
পুড়ে পুড়ে মরছে স্বামী
মত প্রকাশে গণধর্ষিত হই আমি,
চাকার তলে ঐ দেখো সোনামণি !
বাহ্ কি চমৎকার, নিরাপদ বাংলাদেশ তুমি?
চুলছেঁড়া বিশ্লেষণ হবে !
টকশোতে চাপাবাজি হবে !
সাত সদস্যের কমিটি হবে !
মন্ত্রী মশাইদের নড়াচড়া বাড়বে!
গদিখানি আগের জায়গায় রবে !
বাহ্ কি চমৎকার দৃশ্যপট খানি !
শোকে শোকাহত হবে!
কালো পতাকায় ছেঁয়ে যাবে তাতে!
দিনশেষে বিবেক পোড়া গন্ধ আসবে সাথে!
বাহ্ কি চমৎকার, নিরাপদ বাংলাদেশ তুমি ?