সবাই তোমায় সাধু বলে
কিংবা শান্ত ছেলে,
কিছু লোক ফায়দা তুলে
এই কথাটি বলে।
বুঝবেনা তুমি, বুঝবেনা ভাই
পড়বেনা কোনো মন্ত্র,
তোমার মনের শান্তো ঘরে
ঘুমিয়ে আছে অশান্ত।
মাধুর্য্য তোমার কথাবাতা
ঝরনার মত ঝরে,
গুছানো তোমার চিন্তা ভাবনা
ফুলদানিতে ভরে।
কাজকে তুমি শ্রদ্ধা কর
কাজ নাহি তুমি কর,
দিন শেষে শ্লোগান তোমার
আজকের কাজ, আজকেই করব শেষে
কালকের জন্য রাখবোনা বেশ।