বুঝেও বুঝিনি
খুজেও খুজিনি
চিনেও চিনেনি তোরে
মা তুই কত মহৎ
কত মমতামই
বিচিত্র এই রং বাজারে!
পাহার দেখেছি
ছোট কিংবা বড়
আকাশ দেখেছি
সূর্য দেখেছি
দেখেছি চাঁদের আলো
তোর মত অমন করে
ভাসেনি কেউ মা ভাল!
ধর্য্যর ভান্ডারি তুই
কষ্টের কান্ডারি
এমন করে আর কত কাল
চোখের জলে বুক ভাসাবি?