আমার গোড়াটা নড়বড়ে
আমাকে দুমরে, মুচ্রে, উপরে দাও
না হয় টেনে হিচঁড়ে আদালত পাড়ায় নিয়ে,
গিয়ে কয়েক দিনের রিমান্ড আদেশ নও
আর তাতেই সত্যি কি মিথ্যা আর মিথ্যাকে সত্য বানিয়ে একটি ধুম্রজাল নাটক তৈরি করে।


আমি সরল মনে অপরাধ কিংবা
দুর্নীতির আশ্রয় নেইনি
আমি গরল হয়ে,বেঁকে গিয়ে প্রশ্ন করেছি !
আমার পেন্সিল আজ বেঁকে গিয়ে,
এঁকে দিয়েছে ঘাতকের ছবি,
আমার কলমটা আজ কর্তামশাইয়ে
কথা শুনেনা।


বিনা কারণে বৃদ্ধ বাবাটাও দশ বছরের সাজা
তনুর প্রোফাইলের ছবিটাও চিৎকার করে বলে
আমি আজও রক্তে রক্তে তাজা
শিশু সায়মা কিংবা নুসরাত ,
অথবা ফেলানি, আমি ব্যর্থ মামা
নিরাপদ বাংলাদেশ উপহার দিতে,
এই দায় আমার, এই ব্যর্থতার সকলের।