স্বপ্নের ডানায় তবুও চড়েছি বারংবার,
নিস্তব্ধতার ঢেউ আছড়ে পড়ছে মুখ থুবড়ে নিত্যদিন,
নিশ্চুপ সাথে, গুনেছি ঢেউ শতবার।
ঘুম ভেঙেছে সাথে স্বপ্ন, জেগে উঠেছি, চলেছি পথে সত্যহীন;
শেষটা থেকে যায় তবুও মিথ্যা আশার,
এগিয়ে চলে থমকে পিছানো মন আমার।
ভাবনার সাগরে কেটেছি স্বপ্নের ডুব সাঁতার।
ভূস্ করে ভেসে উঠেছি,স্বপ্ন দেখবো আবার,
ভূলের মাশুল দিতে দিতে হারিয়ে যাব!
কবে, কখন কোথায় স্বপ্নের ডাঙা পাব?
তবুও স্বপ্নের ডানায় চড়া হয়নাতো শেষ!
বন্ধুর মত আগলে রেখো, স্বপ্ন থাকে বেশ!
তোমার কথায় স্বপ্ন আছে, ধরেছি হাতটা তাই,
হাতটা ধরে স্বপ্নের জালবুনি,সুখটাও খুঁজে পাই।
বন্ধু একমুঠো স্বপ্ন ধার দিও,
বিনিময়ে বন্ধু পুরোটা নিও ।