সবাই কেমন যেন কাছে আছে ।
তবুও দু‘জনার শরীরে শিহরণ নাই,
বৃষ্টি শব্দ করে তোমার নুপূরে,
টিপটিপ আমি তার অওয়াজ শুনেছি,
ধীরত্ব সকল ক্লান্তি মুঁছে দেয় মন থেকে,
পাশ ফিরে শুয়ে থাকি,চুপ থাকি,
আমাকে তুমি বল অপরিচিত।
উপকূলে হাঁসেদের লাশ-
বড্ড পরিচিত তবুও সবাই দূরে।
কবিতারা অবাক পড়ে আছে,
অনেক আবেগ তাই শব্দ করে-
ভালবাসারা কথা কয় বাতাসে,
সবাই কেমন যেন দূরে আছে !