আমি যখন মরে যাই গায়ের গন্ধে শুধু তুমি লেগে থাক,
ক্লান্তিহীন বিপন্নকাল,আলোহীন উজ্জলতা,
অন্তরজুড়ে হু হু করে অগ্নিদাহ জগৎ সংসারে
বিবেক যেন ঝলসে গেছে আজ !
অসুস্হ রাজনীতির কথা ছাড় পরিবারেরটা দেখ-
হৃদয়ের গুপ্তহত্যা চলছে অবিরাম ৷
বৃষ্টি বিকেল বলে নেই কিছু,
খুব ভোরে সূর্য থেকে যে
পৃথিবী জেগে উঠে শুরু হয় ক্রান্তিকাল ৷