বাবা এমন একজন যাকে  নিয়ে তেমন করে ভাবিনি কখনও
বাবা এমন একজন যাকে বুঝি না, বুঝতে ও চাইনি কখনও ।
ভালোবেসে কখনো খাওয়ায় নি বলে বা
ইস্কুলে যাবার আগে জামা পরায় নি বলে ?
বলতে পারছি না, কখনো ভাবিনি, ভাবতে ও চাইনি ।


আজ আমার মেয়ের প্রতি আমার ভালোবাসা
আমাকে বাবার কথা মনে করিয়ে দেয় , প্রতিনিয়ত ।
আজ বুঝতে পারি বাবা রা ঠিক কতটা পরিশ্রম করে
মানুষ করে তুলতে , তার ছেলে কে তার মেয়েকে ।


বাবা ছিলেন দিন মজুর, আমরা যাদের রাজমিস্ত্রি বলি
আজ আমার বয়স তিরিশ , যখন  দুটো ইট তুলি
বাবাকে মনে পরে ভীষণ রকম ,
যে পঞ্চাশ বছর পর্যন্ত  আট দশ টা ইট মাথায় নিয়ে ছাঁদে উঠতো ।


আজ আর বাবা কে নিয়ে ভাবতে হয় না
মেয়ের প্রতি ভালোবাসা, বাবার কথা মনে করিয়ে দেয় প্রতিনিয়ত ।
আজ বাবা হয়েছি বলেই
বাবার ক্লান্ত , বিষণ্ণ মুখটা ভেসে ওঠে বার বার ।
আজ চিৎকার করে বলতে ইচ্ছে করে
বাবা ভালোবাসি , ভীষণ ভালোবাসি ।