চারিদিকে কত কোলাহল
কত মানুষের চলাচল ,
বিষ বয়ে চলে দাঁতে
কামড়ে দিলেই শেষ ।
সর্বত্র মুখোশের ছড়াছড়ি
আড়ালে দানব-দত্যি ।
সুযোগ পেলেই গিলে নেবে
এটা বাস্তব , এটা সত্যি ।
বাতাসে কটূক্তি বার মাস
সব দেখি সব শুনি ,
বলিনা কিছু কারন -
আমি জীবন্ত এক লাশ ।


বুঝি দাঁতে কার কি বিষ
বুঝি মুখোশে কে দাঁড়িয়ে
কে সর্বনাশী ফাঁদ পাতে !
কে চায় ফাঁদে ফেলিতে !
মুখে বলতে নাহি পায়
সে আমার কষ্ট শুধু চায় !
তবু মুখে হাঁসি বারো মাস
সব দেখি সব শুনি ,
বলি না কিছু কারন -
আমি জীবন্ত এক লাশ ।