আমি আবার উঠিব জাগিয়া ,
যেদিন অত্যাচারের সীমারেখা
করিবে তুমি পার ,
যেদিন শাসক বলে ,
ভুলের পরেও
মানিবে না তুমি হার ।  
যেদিন লালে লাল হয়ে
উঠিবে তোমার অত্যাচারী হাত ,  
সেদিন দেখিবে তুমি  
দাঁড়িয়ে  আমি
করিব তোমারে মাত ।


আমি যৌবন , আমি আঠারো
আমি করি না ভয় কাহারো ,
আমি রক্ত পিপাসু , লৌহ মানব
করিব ধ্বংস দত্যি দানব ,
ফিরিবো বার বার ,
তুমি অত্যাচারের সীমারেখা
যেদিন করিবে পার ।


আমি শতকোটি মায়ের
রাম ও রহিম ,
শতকোটি মায়ের লক্ষ্মী বাঈ ,
রাঙালে তোমার রক্তচক্ষু
হাজির হইব শতকোটি ভাই ।
উপাড়ি ফেলিব রাজার আসন
ভাঙিয়া ফেলিব অহংকার ,
আনিব নতুন প্রভাত মোরা
করিয়া তোমার সংহার ।


আমি যৌবন আমি আঠারো
আমি ফিরিবো বার বার
তুমি রাঙালে তোমার রক্তচক্ষু
করিতে হুশিয়ার ।