তন্দ্রাহীন নিশি কাটায়েছি বহুদিন
জ্বালাইব মশাল কভু , ঘুচাইব ঋণ
জননী মোর দিবা নিশি পেটে লয়ে ক্ষুধা
মানুষ করিবার তরে হয়ে গেছে কুজা ।
তবু কভু কোনদিন ছাড়েনি সে হাল
কষ্ট ঘুচিয়েছি তাই , জ্বেলেছি মশাল ।


জান কি মা এই কথা
বুকে আজ কত ব্যথা
কত কষ্ট পাই ?
তুমি নিত্য নিরামিষ,
আমি মাছ মাংস খাই ।
মাগো, যদি সব ছেড়ে
আমি নিরামিষ হই ,
জানি তুমি দুঃখ পাবে ,
তাই আমিষ হয়ে রই।
জানি সব মা'ই চায়
ব্যাটা সুখে থাক ।
নিজে খেতে কিছু সে
পাক বা না পাক ।