সুশীল সমাজ , ভদ্র সমাজ
জানো কাহাকে বলে ?
শহরে গিয়ে দেখো একদিন
তারা গলির কোনে লড়াই করে ।  


রিকশা ওয়ালা রিকসা চালায়
তাতে তারা কয় আনা পায় ?
তবুও  তারা শহর জুড়ে
এদিক ওদিক দাপিয়ে বেড়ায় ।


ভদ্র সমাজ রিকশা চড়ে
কড়ি-র বেলায় তর্ক মারে
মন্দ মন্দ কথা বলে ,
চেঁচিয়ে বলে মারবো চড়
দশ টাকাতেই কেটে পর !


শান্ত ভীরু রিকশা ওয়ালা
কিছুই নাহি বলে  
রিকশা নিয়ে আবার সে  
নিজের মতো চলে ।
রিকশা চড়ে লড়লে তবেই
সুশীল সমাজ বলে ??


লড়বো আমি কালকে তবে
সুশীল আমি হবো ,
পরশু আমি ভদ্র হয়ে
মন্দ কথা কব !!