মেঘের দল, হঠাৎ বৃষ্টি
হাতে হাত , আমরা দুজন
ফাঁকা রাস্তা, মেঘের ডাক
ভালোবাসবে ?
নাকি দূরে সরিয়ে বলবে
এখন না !


নদীর পাঁড় , নৌকা চড়া
পায়ে পা , আমরা দুজন
মাঝ নদী , জলের শব্দ
ভালোবাসবে  ?
নাকি দূরে সরিয়ে বলবে
অসভ্য !


ফাঁকা মাঠ , সরু আল
চোখে চোখ , আমরা দুজন
কাশের বন , মৃদু বাতাস
ভালোবাসবে ?
নাকি দূরে সরিয়ে বলবে
দুষ্টু !


যদি ভালোবাসো , জরিয়ে ধরবো
আদর করবো ।
যদি দূরে সরিয়ে দাও
বলবো
ভালোবাসি , ভালোবাসি ।