যারা শুনিয়েছিল আমায় বিদ্রহের গান,
যারা শিখিয়েছিল বাঁচার জন্য লড়াই-সংগ্রাম...।
তারা আজ প্রবীণ,
তারা আমায় বলেছিলো-
হে নবীন,
সমস্ত শক্তি আজ তোমার মেরুদণ্ডে,
তুমি এ যুগের পালোয়ান,
তুমি এ যুগের বলিষ্ঠ কন্ঠস্বর,
তুমি এক অদম্য সাহসী নবীন,
তোমাকে হারাতে পারে এমন কেউ নেই...।
স্বাধীনতার উত্তরাধিকারী এখন তুমি,
তোমার কন্ঠে ধ্বনিত হবে মুক্তির শ্লোগান,
বেজে উঠবে স্বাধীনতার মাদল,
কেঁপে উঠবে হায়েনার বুক,
অর্জিত হবে স্বাধীনতার সুখ।
তবে চঞ্চলতা - বিলাশিতা আর হতাশ হলে চলবে না ।
প্রবীনদের আদর্শকে ধারণ করতে হবে তোমাকে,
যারা তোমাকে শুনিয়েছিল বিদ্রহের গান,
যারা শিখিয়েছিল বাঁচার জন্য লড়াই-সংগ্রাম....।
একবার তাকিয়ে দেখ,
দেশের সমস্ত শোষিত -শাষিত, নির্যাতিত - নিপীড়িত মানুষ আজ তোমার দিকে তাকিয়ে,
তাদের বিশ্বাস তুমিই পারবে স্বাধীনতা ছিনিয়ে আনতে।
.