শোন হে বালিকা-
শোন আমার একটি কথা,
তোমার সাথে হয়েছিলো আমার প্রথম দেখা।  
সেদিন ছিলো বৃষ্টি,
তুমি একটি ছাতা নিয়ে দাড়িয়েছিলে আমার পাশে,
বলেছিলেঃ মানুষের পাশে দাড়াতে আমার ভালোই লাগে।
তোমাকে সেদিন ভালো লেগেছিলো,
হতাৎ বৃষ্টি থেমে গেল,
তুমি চললে তোমার আপন গন্তব্যে,
আর আমিও চলেছি আপন গন্তব্যে।
এতই কি ব্যস্ততা ছিলো তোমার সেদিন ?
যে চোখের সামনে এসেই চলে গেলে ?
হয়নি জানা তোমার নাম,
হয়নি জানা তোমার পরিচয়,
হয়নি জানা তোমার ঠিকানা,
সবকিছুই রয়ে গেল অজানা।
কতোই না খুজেছি তোমায়,
পাবো বলে তোমার দেখা।


শোন হে বালিকা,
শোন আমার একটি কথা ।
কেন আজ তোমার নীরবতা ?
আজ যখন পেয়েছি তোমার দেখা,
যেতে পারবে না -
যদি না বলো তোমার কথা,
আমি আজ জানতে চাই,
কি তোমার নাম ?
কি তোমার পরিচয় ?
কি তোমার ঠিকানা ?
বলো হে বালিকা।
.