দু দিনের এই দুনিয়াতে সবাই স্বার্থপর,


স্বার্থের টানে পরকে আপন -


আপনকে করে পর ।


অহংকারের এই দুনিয়ায়-


কেউ কারো পরোয়া করে না,


তাদের কাছে গরীব কখনো মানুষ হয় না ।


নিজেকে যে মনে করে অনেক বড় কিছু,


জীবনের পটন ঘটে তার আপদ ছাড়েনা পিছু।


অন্যের মাথায় চড়ে কামায় টাকা নিজে,


দিন-মজুরদের কষ্টের ফসল সবি যেন মিছে ।