জানার আছে অনেক কিছু
শিখার অনেক বাকি
লক্ষ্য স্থির করতে হবে
কেমনে ধরে রাখি ।


লাভ ক্ষতির হিসাব কষে
চললে জীবন ভর
বেলা শেষে পড়লে বসে
কেহ নাহি পর।


কর্মই যদি ধর্ম হয়
ধার্মিক হবে কবে
আমার আমি তোমার তুমি
কেউ তো কারো নয় ।


কর্ম গুণে দুষি গুণী
এই ভবে তার শান
মিলেমিশে থাকো সবে
বাড়বে তবে মান ।


আসছো একা যাবে একা
কেউ যাবেনা সাথে
দরদী মোর হয় যদি কেউ
এগিয়ে নিয়ে যেতে


তাই সাধনা করছি ভবে
সারা জীবন ভর
ওগো নবী দয়াল আল্লাহ
এই প্রার্থনা মোর


        সমাপ্ত