সময়ের কাছে যেতে নাহি দিতে চায়
তবুও যেতে চায় মোর মন
কি কারণে অকারণে যেতে নাহি হায়
কাটে সময় মোহ কিছূক্ষণ ।


সময়ের পিছু নিয়ে ঐ উঁচু করে মাথা
দাঁড়াতে সবাই যদি চাও
সময়কে জড়িয়ে ধর ভুলে যাও ব্যথা
আদর্শের জীবন সাজাও ।


সময়ের গতিবেগে নিদ্রাবিহীণ হয়ে
কেটে গেছে কত রাত
এবার এসো ফিরে আল্লাহর কাছে
তুলে ধর দুই হাত ।


মানুষ না অমানুষ ভবে পরিচয় হবে
আদর্শ দিয়েই মানব তরে
সভ্য আর অসভ্য বিশ্বে এই দুই জাতি
ইতিহাস দেখি তারা গড়ে ।
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳