রবকে ডাকো সবকে পাবে
ভয় করনা ভবে
নামাজ রোজা হজ্জ যাকাত
পালন কর সবে ।


যেজন তোরে সৃজন করে
রাখছে সুখে দু'খে
আজ কেনরে রইলে ভুলে
ডাক হৃদয় খোলে  ।


সৃষ্টি যাহার কর্ম তাহার
করলি নারে ভবে
সময় হলে জবাব দিহী
করতে হবে সবে  ।


কেমন করে ভাবলে তুমি
সব গিয়েছ ভুলে
পড়লে ধরা ছাড় পাবিনা
হিসাব দিতে হবে  ।


ভুল করনা ভেবেই দেখো
উপায় হবে নারে
এই সময় ভাবতে হবে
বাঁচতে হবে সবে  ।


খোদার আদেশ মেনে চলি
বাচবো যত দিন
আমরা তাঁর  গোলাম সবে
শোধ হবেনা ঋন  ।


        সমাপ্ত