বনের পশুরা বনেই সুন্দর
লোকালয়ে নয়
হিংস্রতা ছেড়ে মানুষের সাথে
বসবাস করিতে হয় ।


মানুষ যখন হিংস্র হয়
পশুর কাতারে গিয়ে দাঁড়ায়
মানুষের সাথে বসবাস করিতে
অধিকার সে হারায় ।


অরণ্য ছেড়ে বন্য হিংস্ররা যখন
লোকালয়ে আসে
মানুষ তখন তাহাকে ধরিয়া
পিঞ্জরে ভরিয়া রাখে ।


উচিত শিক্ষা দিয়ে তারে
গভীর জঙ্গলে ফেলিয়া আসে
সুতরাং বন্যরা বনেই সুন্দর
মানুষের বাচ্চা মানুষের ঘরে ।


             সমাপ্ত