জাত দেখেছি ক্ষেতের মাঠে
ফল দেখেছি গাছে গাছে
নারী পুরুষ দুই জাতে
মিলেমিশে এই ভবেতে  ।
করছে দেখি সুখের ঘর
আপন সবে নয়তো পর
ভালবাসার এই সংসার
সন্তুষ্টি আছে খোদার ।


জাত আমার গর্বই বটে
জাতীতে আমি বাংলাদেশি
এই দেশেতে জন্ম আমার
তাইতো তোমায় ভালোবাসি ।
মানুষের প্রয়োজনেই কত জাত
হচ্ছে দেখি শ্রেণী বিন্যাস
মানুষ হয়ে মানুষে তুমি
করছো কেন উপহাস ।


স্থানে মান অস্থানে আবার
হবেই হবে অপমান
এই জগতে সবার কাজে
দাও সবে সম্মান ।
তিরস্কার করার অধিকার
কোথায় তুমি পেলে
সব জাতের ধান দেখি
গোলায় রাখো তুলে ।


খেতে পারো রাখতে পারো
যায় না তোমার মান
জাত গেলরে জাত গেলরে
করছো কেন অপমান ।
কত জাতের সৃষ্টি দেখো
বিশ্ব জোড়ে আছে
এক আল্লাহর সবই সৃষ্টি
তোমার কিবা আছে ।


পারলে এবার দেখাও দেখি
একটা কিছু করে
একই জিনিস কত নামে
আছে শরীর জোরে ।
জাতের নামে বেইজ্জতি
করছো কেন বসে
মানুষ হয়ে মানুষকে আজ
যাওনা ভালবেসে ।


        সমাপ্ত