আমরা সবাই কবি নেইতো কারও হবি
জড় প্রাণী সব কাব্যের অরণ্য
বৃক্ষ তরু ঐ শুন্যলতা
পশু পাখি মানব দানব যত সব
কাব্যের ব্যাপারে সরব  !


শিক্ষিত আরো স্বশিক্ষিত যত সব মুর্খের দল
মনের অজান্তে দেখি সঙ
যুবক যুবতী বনস্পতি সৃষ্টি জুড়ে
সবখানে খুঁজে দেখো রঙ  ?


চোখ জুড়িয়ে যাবে চেয়োনা
রূপ ও লাবণ্য ঝরে সারা অঙ্গে
চাঁদ ও রবি কবি সে ।


        সমাপ্ত