এখানে কবিতা নেই
আছে দেখো কবিদের আনাগোনা
কবি ও কবিতার প্রেম
সবাই তাই জেনে গিয়েছে সোনা ।


আপলোড করে ছবি
মনে মনে তারা ভাবে হয়েছে কবি
অভিরূচি দেখো তার
লাজলজ্জা শরম কিছুই নাহি আর ।


কাব্য কবিতায় লিখে
লিখে মনের কথা বাতাসে ছড়িয়ে
অনর্থক গন্ডগোল
শব্দ বানানেই থাকনা অসংখ্য ভুল ।


শক্ত হাতে কলম ধরে
কাব্য কবিতায় আজব বিশ্ব গড়ে
গদ্য প্রবন্ধ রচনা পড়ে
গল্পে নিত্য কাহিনীর সূচনা করে ।


কাব্যে কবিতার প্রেম
ফ্রেইম বন্দি করে রেখোনা আর
অলস অবোধ পঙ্গু যারা
প্যারালাইস হয়ে থাকে দেখি তারা ।


সর্বোচ্চ শিখরে যাওয়ার
নেই তাদের কোনোই ক্ষমতা তার
যাদের কিছুই নেই তারাই
সুনাম খ্যাতি নিয়ে করে অহংকার ।


কবি ও কবিতা থাকে
সবাই তো আর তাঁকে ভালবাসেনা
ভালবাসতে লাগবে তাঁর
ব্যবহার,সুস্থির সুজ্ঞানের অলংকার ।