নিরবতায় আছে শ্বশাণ আর কবর
জ্ঞানী-গুণী,বুদ্ধিজীবী লয়না খবর
খবর হয়ে যাবে স্পন্দন থেমে গেলে
ধর্মের বাণী কী হবে,অধর্মের দলে।


সত্যের পথে এসো হে ! সত্যই তোমাকে
লইবে মুক্ত করে, এ পৃথিবী হতে ।
মসজিদ মন্দিরে,মানেনা ধর্মের বাণী
কাঙ্গালী ভোজ হবে, হবে কূলখানী।


অর্থ স্বামর্থ্য যখন ছেড়ে যাবে
শক্তিবল সবই বাহুতে রবে
চোখ খোলে দেখো ! চেয়ে দেখো
তখন তোমার কি ? কি হবে ভেবে ?


                সমাপ্ত