দীর্ঘ শ্বাসের দুরত্বটা দেখিনি কখনো
অনুমানের তখনো হয়নি মাপা
সময়ের কাছে দিয়েছি সমস্ত ছেড়ে
যায় থাকনা পড়ে বায়ু চাপা ।


পিপাসার দেখ তৃষ্ণার্তে হয়ে কাতর
করোণ আঁখিতে মেরে ছোবল
চৈত্রের ঝরে পড়ার দাপট দেখেছি
বসন্তকি কখনো হয়নি সরল ।


বিবেকের কাছে মানুষ গিয়েছে হেরে
সময়ের দরজা দিয়েছি খোলে
সময়কে কেহই যায়নি কখনো ছেড়ে
কর্মফল যাবেনা কেহই ফেলে ।