মাটির দেহ মাটিতে যাবে
সে তো আমি  নয় !
কে আছ তোমরা,দাওনা !
আমার পরিচয় ।


কেন ভুলে যাও,বারবার,
কে দিয়েছে নাম !
মাটির দেহের ইস্টেশনে,
এই দাড়ালাম ।


চলার পথে ক্ষণিকের তরে,
দাঁড়িয়েছি যখন।
যাবোই চলে পথের পথিক
এটা নয় জীবন ।


সূক্ষ্ম পথে এসেছি যখন ভবে,
কোথায় ছিলে আগে !
দৃষ্টি শক্তি চক্ষুকে ফাঁকি দিয়ে ,
যেতে হবে, না জেগে ?


মাটির দেহ নিয়ে করনা বড়াই ?
মাটিতেই ফেলে যাবে !
কেউবা আগে কেউবা পিছে,
সবাই তো যাবো চলে ।


            সমাপ্ত