বুয়াই গো বুয়াই
তুমি রইলায় কুয়াই
ছটফটাইয়া কান্দি আমি
জানো শান্তি নাই ।


কিতার লাগি ফাসলাম জালো
আকল ধৌড়াইয়া আগে
মিষ্টি মুখে হাসি দিয়া
মারলো মোরে জানে ।


বাচতাম কিলা যাওনা কইয়া
আমার বুঝি উপায় নাই
হক্কল বেলা চিন্তার জালো
মুখটা বলো কিলা দেখাই ।


হারা রাইত হজাগ থাকি
আয়না ঘুম আন্ধার ঘরে
জ্বালা ভারে দিনে দিনে
কিতা খরতাম কও চাই ।


হমান অইগেছে মরণ জীবন
বর্ণহীন আমি কোনবায় যাই
কি করে বুঝাই গো বুয়াই
আমার মনে শান্তি নাই।


        সমাপ্ত


বুয়াই--বড় বোন । কুয়াই--কোথায় । জানো--প্রাণে। কিতারলাগি--কি কারণে । ধৌড়াইয়া --দৌড়াইয়া । হারা--সারা । রাইত--রাত । কিলা--কিভাবে । খরতাম --করতাম । হমান--সমান ।
কোনবায় --কোনদিকে ।
(কান পেতে শুনা অন্যের কথা)